বিশেষ প্রতিনিধি:
রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে প্রাণনাশের হুমকি ও হয়রানির শিকার হওয়ার পর কানাডায় আশ্রয় চেয়েছেন সিলেটের সফল ব্যবসায়ী জয়নাল হক টিটুল ।
জয়নাল হক টিটুল সিলেট শহরের ‘ময়ূর কনজা কনভেনশন হল’সহ একাধিক ব্যবসা পরিচালনা করতেন এবং স্থানীয় রাজনৈতিক নেতা কর্তৃক নানা অবৈধ দাবির মুখে পড়েন।
জয়নাল হক টিটুল বলেন ‘২০১৮ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে তিনি নির্বাচন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সেই সময়েই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার বিরোধ শুরু হয়। ২০২৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলকে সমর্থন দেওয়ার পর তার পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।’
২০১৯ সালে, সিলেট যুবলীগের ( আওয়ামী লীগের অঙ্গসংগঠন) সভাপতি শাহ ওয়ালিদ, টিটুলের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ময়ূর কুঞ্জ কনভেনশন হল’ দখল করতে চেষ্টা করেন। টিটুল এর প্রতিবাদ করলে তাকে ভয়-ভীতি এবং শারীরিক হামলার মুখে পড়তে হয়। তার কাছে বিভিন্ন ধরনের অবৈধ অর্থ দাবি করা হয় এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়।
২০২৩ সালে, জমির মূল্য আরো বেড়ে গেলে টিটুলের ব্যবসা এবং পরিবারের উপর অত্যাচার ও হয়রানি আরো বেড়ে যায়। পুলিশের কাছে অভিযোগের পরও কোনও ব্যবস্থা না নেয়ায় টিটুল সরাসরি আদালতে মামলা করেন। কিন্তু মামলা করার কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দ্বারা আরো হুমকি ও আক্রমণের শিকার হন টিটুল।
টিটুল বলেন, ‘স্থানীয় এমপি হাবিবুর রহমানের প্রত্যক্ষ মদদে শাহ ওয়ালিদ আমাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে, আমি বাধ্য হয়ে জীবন বাচাতে কানাডায় আশ্রয়ের জন্য তিনি দেশ ত্যাগ করি।’
টিটুল আরো বলেন, ‘আমার জীবন বিপদমুক্ত নয়, আর আমার পরিবার এখনও হুমকির মধ্যে। কানাডা আমার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল, যেখানে আমি নিরাপদ থাকতে পারি।’