আফরোজা নাইচ রিমা
মনে আছে তোমার?
সারারাত বৃষ্টিতে ভিজেছিলে আমার জন্য শুধুমাত্র আমারই জন্য খোলা মাঠের মধ্যে একলা একা দাঁড়িয়ে !
আমাকে দেখবে বলে।
কখন ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে বারান্দা-বাগানে তোমার দেয়া গাছগুলোয় পানি দিবো এ আশায় !
হঠাৎ শিষের শব্দে আমি তাকিয়ে দেখি তুমি উড়ন্ত ভালোবাসা পাঠালে সকালের আলোর সাথে,
ধরতে গিয়ে একটা উড়াল দিলাম পাঁচতলা থেকে!
তোমার মনে আছে!
ঘর হতে বেরিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমার পাশাপাশি পা মিলিয়ে হেঁটেছিলাম অনেকটা পথ,
জানা অজানা রাস্তায় বসে গল্প করেছিলাম একসাথে ঘর বাঁধবো বলে,
ঐ যে শাঁখারি বাজার আর পুরান ঢাকার অলিগলি এক করে ফেলেছিলাম দুজন,
সাজানো বাগান করবো বলে।
মনে নেই তোমার!
হাতখানা টেনে নিয়ে অনামিকায় পড়িয়ে দিলে ডায়ামন্ডের রিং,
কপালে টিপ আর …
আমার মনে নেই।
তোমার মনে আছে কি কি হয়েছিল সেদিনের সেই কমলা আলোয়!
মনে আছে তোমার বেশ,
ছবিগুলো কিন্তু এখনো ঝকঝকে স্মৃতিতে অম্লান,
তোমাকে কচি কলাপাতা রঙের পাঞ্জাবিতে মানিয়েছিল ভারী সুন্দর।
তোমার দেয়া বেগুনী শাড়ির নীল পাড়ে আমাকেও লেগেছিল তোমার দেবীর মতো,
নাকের যে নাকফুল দিয়েছিলে এখনো চকচক করে আমাদের প্রথম দিনের দেখার উচ্ছ্বাসের মতো।
আমি জানি, তোমারো মনে আছে,
আমারই মতো ভরা যৌবনের বন্দরে,
ভিড়বে আমাদের নতুন অতিথি ঘর আলো করে ,
শুধু মনে থাকুক আমাদের মনের মাঝে তুমুল ভালোবাসা ছিল,
আজীবন থাকবে বলে।
আফরোজা নাইচ রিমা